Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিসের কার্যক্রম/পরিচিতি:

ধারাবাহিক প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের চাকুরিকালীন পেশাগত দক্ষতার উন্নয়ন।

কার্যাবলি ০১। শিক্ষকদের  প্রশিক্ষণ চাহিদা নিরূপণ করা।

          ০২। প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন,তৈরি,ব্যবহার ও সংরক্ষণ করা।

   ০৩। প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

    ০৪। শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে সহায়তা করা।

          ০৫। শ্রেণীকক্ষে সি-এন-এড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন করা।

০৬। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

          ০৭। সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ পর্যবেক্ষণ  করা ।

০৮। ইউআরসিতে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শ্রেণীকক্ষে বাস্তবায়ন পরিবীক্ষণ এবং অনুস্মারক (Follow-up) প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 ০৯। বিভিন্ন বিষয়ের উপকরণের চাহিদা শনাক্তকরণ,উপকরণ সংগ্রহ,তৈরি,ব্যবহার ও সংরক্ষণের উপর কর্মশালা/প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 ১০। উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা।

 ১১। বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণী ব্যবস্থাপনায় শিক্ষকযোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা।

          ১২। Action Research/Longitudinal Studyসম্পন্ন করা।